ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩০ কোটি ইন্টারনেট ভোক্তার দেশ ভারত!

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, জানুয়ারি ১, ২০১২
৩০ কোটি ইন্টারনেট ভোক্তার দেশ ভারত!

জনসংখ্যা এবং দেশের আয়তনে ভারত দক্ষিণ এশিয়ার অগ্রগামী দেশ। জ্ঞান আর প্রযুক্তিতেও এখন প্রতিমুহূর্তেই এগোচ্ছে ভারত।



২০১৫ সালে ভারত ৩০ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর লক্ষ্য স্পর্শ করতে চাইছে। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (আইএএমএআই) এ অনলাইন সংস্কৃতিতে আরও সমৃদ্ধ এবং গতিশীল করতে উদ্যোগ নিচ্ছে।

ভারতকে ১০ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর কোটা পূরণ করতে পুরো ১৫ বছর অপেক্ষা করতে হয়। কিন্তু পরের ২০ কোটি অর্জনে এ অর্ধেকও সময় লাগবে না বলে গবেষণা প্রতিষ্ঠান সূত্র জানিয়েছে।

বোস্টন কনসালটিং গ্রুপ (বিসিজি) সূত্র জানিয়েছে, আগামী ৩ বছরের মধ্যেই ইন্টারনেট অর্থনীতিতে বড় ধরনের বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে ভারত। এ লক্ষ্য অর্জনে ভারতকে খুব বেশি বেগ পেতে হবে না বলে সংশ্লিষ্ট গবেষকেরা অভিমত দিয়েছেন।

বাংলাদেশ সময় ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।