ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগলপ্লাসে সবচেয়ে অনুসরণীয় ব্রিটনি স্পেয়ার্স

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, নভেম্বর ২৭, ২০১১
গুগলপ্লাসে সবচেয়ে অনুসরণীয় ব্রিটনি স্পেয়ার্স

এ বছরের জুলাই মাসে আত্নপ্রকাশ করা গুগলের সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল প্লাসে এককভাবে সবচেয়ে বেশী অনুসরন করা ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন পপ তারকা ব্রিটনি স্পেয়ার্স। তার অনুসারীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ৪৩ হাজার।

কন্টাক্টমিউজিক ডটকমের এক প্রতিবেদন থেকে জানা যায়, শীর্ষ স্থানটির অধিকারী গুগলের  প্রধান নির্বাহী ল্যারি পেজকে টপকে তার স্থানটি দখল করে নিয়েছেন বিখ্যাত এই তারকা। উল্লেখ্য ল্যারি পেজের অনুসারীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪২ হাজার ৫০০ জন।

এদিকে আরেক যোগাযোগ মাধ্যম টুইটারে ১১.৩ মিলিয়ন অনুসারী নিয়ে পঞ্চম অবস্থানে আছেন ব্রিটনি। এক্ষেত্রে ব্রিটনি পেছনে ফেলেছেন লেডি গাগা, জাষ্টিন বাইবার, কেটি প্যারি এবং কিম কারদেসিয়ানেরে মতো বিখ্যাত সব তারকাদেরকে।

সময়: ১৪১০ ঘন্টা, ২৭ নভেম্বর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।