ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

সনির সিইও গুজব

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, নভেম্বর ১২, ২০১১
সনির সিইও গুজব

জাপানের বিখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা সনির প্রধান নির্বাহী পদে পরিবর্তন আসছে। এমন খবর প্রযুক্তিবিশ্বে গত অক্টোবর মাসজুড়েই সরব।

কিন্তু অবশেষে নিজের অবস্থানের কথা নিশ্চিত করলেন সিইও নিজেই। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

এ মুহূর্তে সনির দীর্ঘদিনের প্রধান নির্বাহী হাওয়ার্ড স্ট্রিঙ্গার আর পদে বহাল থাকছে না এমন খবর এ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কর্মী অস্থিরতা বাড়িয়ে তুলেছে। এ ছাড়াও পশ্চিমা গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টে প্রকাশ, ২০১২ সালের মার্চেই বিদায় নিচ্ছেন হাওয়ার্ড।

অবশেষে সব জল্পনা-কল্পনার ইতি টেনে হাওয়ার্ড নিজেই জানালেন, সহসাই তিনি এ পদ থেকে অব্যাহতি নিচ্ছেন না। তাছাড়া করপোরেট বিশ্বের তার প্রয়োজন এখনও ফুরিয়ে যায়নি।

একটি বড় মানের প্রতিষ্ঠানকে কিভাবে সফল দিকনির্দেশান দিতে হয় তা হাওয়ার্ডের ভালোই জানা আছে। তাই এ গুজব নিয়ে আর যেন বিভ্রান্তি না ছড়ায় এ বিষয়েও সুস্পষ্ট অবস্থান নিয়েছেন হাওয়ার্ড।

বাংলাদেশ সময় ২১২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ