ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল অ্যাডসেন্স ও অ্যাডওয়ার্ডে বাংলা অনুমোদনের প্রস্তাব

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, ফেব্রুয়ারি ২৫, ২০১৪
গুগল অ্যাডসেন্স ও অ্যাডওয়ার্ডে বাংলা অনুমোদনের প্রস্তাব

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসানের সঙ্গে সোমবার গুগলের একটি প্রতিনিধি দল সাক্ষাত করেছেন।

বেসিস সভা কক্ষে আয়োজিত সভায় ‘গুগল অ্যাডসেন্স ও অ্যাডওয়ার্ডে’ বাংলা কনটেন্টের ব্যবহার এবং গুগল প্লেস্টোরে বাংলাদেশি পেইড অ্যাপস আপলোড সুবিধা চালুর বিষয়ে প্রস্তাব রাখেন বেসিস সভাপতি।

খুব শীঘ্রই সেবাগুলো চালু করার বিষয়ে গুগল প্রতিনিধিরা আশা প্রকাশ করেন।

সভায় গুগলের বাংলাদেশ কান্ট্রি কনসালটেন্ট কাজী মনিরুল কবির, গুগলের কান্ট্রি লিড, পলিসি অ্যান্ড গভর্মেন্ট অ্যাফেয়ার্স আলেকজান্ডার লং ও গুগলের এশিয়া প্যাসিফিক অঞ্চলের কান্ট্রি লিড, পলিসি অ্যান্ড গভর্মেন্ট অ্যাফেয়ার্স মাইক অরগিল উপস্থিত ছিলেন। বেসিসের পক্ষে ছিলেন বেসিসের সাবেক সভাপতি ও পরিচালক ফাহিম মাশরুর, মহাসচিব রাসেল টি আহমেদ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ