ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে বেসিসের সাক্ষাত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৫, ফেব্রুয়ারি ১২, ২০১৪
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে বেসিসের সাক্ষাত

বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট এর সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব ব্যাক কার্যালয়ে আয়োজিত বৈঠকে বেসিস প্রতিনিধিরা বাংলাদেশে প্রযুক্তি বিশেষজ্ঞ তৈরির ব্যাপারে বিশ্বব্যাংকের সহযোগিতা প্রত্যাশা করেন।

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে বেসিসের সঙ্গে বিশ্ব ব্যাংক একযোগে কাজ করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন জোহানেস জাট।

উভয় প্রতিষ্ঠানের পক্ষে বৈঠকে আরও ছিলেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির এবং বিশ্ব ব্যাংকের ফাইনেন্সিয়াল সেক্টর স্পেশালিস্ট শাহ নুরুল কাইয়ুম।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ