ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় বসছে উদ্যোক্তা হাট

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, জানুয়ারি ২৭, ২০১৪
ঢাকায় বসছে উদ্যোক্তা হাট

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ঢাকায় ধানমন্ডির ওমেন ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে বসছে তিন দিনের ‘উদ্যোক্তা হাট’। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) উদ্যোগে ফেসবুক ভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ (www.facebook.com/groups/uddokta) দ্বিতীয়বার এ উৎসবের  আয়োজন করছে।



আয়োজক সুত্র মতে, বর্তমানে স্টল বরাদ্দ চলছে। আগ্রহী উদ্যোক্তারা এই www.uddokta.com.bd/uddokta-haat ঠিকানায় আবেদন করতে পারবে। নবীন উদ্যোক্তারা এতে অংশগ্রহণ করে তাদের পণ্য ও সেবা প্রসারের সুযোগ পাবেন।

উল্লেখ্য, গত বছর ৬ থেকে ৮ অক্টোবর দুই দিনের উদ্যোক্তা হাট অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় এ মেলার আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ