ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশেই ৭৬ হাজারে জেনবুক

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৩, জুন ১৬, ২০১৩
দেশেই ৭৬ হাজারে জেনবুক

আসুস ব্র্যান্ডের জেনবুক ‘ইউএক্স৩২এ’ মডেলের আলট্রাবুক এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১৩.৩ ইঞ্চি।

ওজন ১.৪৫ কেজি। বিপণন সূত্র এ তথ্য দিয়েছে।

অ্যালুমিনিয়ামের আবরণের এ আলট্রাবুকে আছে হাই-অ্যান্ড গেমিং এবং গ্রাফিকসের কার্য সম্পাদনে ১.৭ গিগাহার্টজ গতির প্রসেসর, ৬ জিবি র‌্যাম, ইন্টেল এইচডি গ্রাফিকস ৪০০০ চিপসেটের ভিডিও মেমোরি, ৫০০ জিবি হার্ডডিস্কের সঙ্গে আরও ২৪ জিবি এসএসডি স্টোরেজ ডিভাইস।

বিনোদন সংযোগে আছে এইচডি ওয়েবক্যাম, সনিক মাস্টার প্রযুক্তির অডিও, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, গিগাবিট ল্যান, মেমোরি কার্ড রিডার, বিল্টইন স্পিকার, এইচডিএমআই পোর্ট, ভিজিএ পোর্ট এবং ইউএসবি পোর্ট সুবিধা।

উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমসহ এ জেনবুকের দাম ৭৬ হাজার টাকা। ঢাকার আগাওগাঁওস্থ বিসিএস কম্পিউটার সিটিতে এ জেনবুক পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ২১৫৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।