ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হওয়ার পর তা উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক চালু হয়।
শনিবার (৩ মে) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড হয়। এরপর ফেসবুক পেজটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। এ ঘটনার দুই দিন পর পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় পেজটি উদ্ধার করা হয়েছে।
টিআর/আরআইএস