ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলালিংকে নতুন চিফ কর্মাশিয়াল অফিসার

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, জুন ১৬, ২০১৩
বাংলালিংকে নতুন চিফ কর্মাশিয়াল অফিসার

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর বাংলালিংকের নতুন চিফ কর্মাশিয়াল অফিসার হচ্ছেন শিহাব আহমাদ। আগামী ২৬ জুন তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করবেন।

সূত্র এ তথ্য দিয়েছে।

প্রসঙ্গত, শিহাব আহমাদ বাংলালিংকের মার্কেটিং সিনিয়র ডিরেক্টর হিসেবে নিয়োজিত ছিলেন। গত আট বছর ধরে তিনি বাংলালিংকের একজন সুদক্ষ উচ্চপদস্থ ব্যবস্থাপক হিসেবে কর্মরত। মার্কেটিং গ্রুপে নেতৃত্বাধীন অবস্থায় শিহাব আহমাদের ‘ব্র্যান্ড এবং দামের’ উদ্ভাবনী ব্যবস্থাপনা কৌশলের জন্য বাংলালিংকের গ্রাহক সংখ্যা ২ কোটি ৬০ লাখ পৌঁছে যায়।

তিনি লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্স থেকে এমবিএ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে বিসিএস ডিগ্রি অর্জন করেন। এখন থেকে শিহাব আহমাদ বাংলালিংকের মেধাবী এবং নিবেদিত ১ হাজার ৭০০ জনের একটি দক্ষ ব্যবসা গ্রুপকে নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ সময় ১৫৫৯ ঘণ্টা, জুন ১৬, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।