ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দুজন সিইও নিয়োগ দিল স্যামসাং

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, মার্চ ১৮, ২০১৩
দুজন সিইও নিয়োগ দিল স্যামসাং

এবারে কর্মকৌশলকে আরও গতিশীল করতে সহ-সিইও পদের নাম ঘোষণা করেছে স্যামসাং। তবে এ দুজন সহ-সিইও বাহিরের কেউ নয়।

বরং স্যামাসাংয়েরই বর্তমানের শীর্ষ দু কর্তাব্যক্তি। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

এদের একজন হচ্ছেন স্যামসাং কনজিউমার ইলেকট্রনিক্সের সভাপতি উন বু কিউন। আরেজন হচ্ছেন স্যামসাং টেলিকম বিভাগের সভাপতি জে কে শিন। এ দুজন এখন থেকে নিজেদের কর্মপরিসরে প্রধান নির্বাহী হিসেবে সক্রিয় দায়িত্ব পালন করবেন।

বিশ্ব বাজারে স্যামসাংয়ের বিপণন গতি আর জনপ্রিয়তা চাঙ্গা রাখতে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত দ্রুততম সময়ে কার্যকর করার প্রয়োজনীয়তায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্যামসাং এ তথ্য দিয়েছে।

স্যামসাংয়ের প্রশাসনিক কর্ম পরিবেশকে সচল এবং ক্ষমতার সমতা আনায়নে সিইও পদে দুজনকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব চূড়ান্ত করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। বিশ্বের খুব কম প্রতিষ্ঠানেই সিইও পদে দ্বৈত শক্তির উদাহরণ পাওয়া যাবে।

তবে বাজারে স্যামসাংয়ের কাটতি এবং জনপ্রিয়তার কোনো ভাটা যেন না পড়ে সেজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এমনটাই বলছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী গবেষকেরা।

বাংলাদেশ সময় ১৮৫৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।