ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

গুগলের সাহায্যে সহজেই খুঁজে পান হারানো ফোন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৪, জুলাই ২৪, ২০২৫
গুগলের সাহায্যে সহজেই খুঁজে পান হারানো ফোন  ছবি: সংগৃহীত

মোবাইল ফোন তো একটু আগেই হাতে ছিল, হঠাৎ কোথায় গেল-কিছুতেই মনে পড়ছে না। ছোট ভাই-বোনের ফোন দিয়ে কল দিলে রিং হচ্ছে ঠিকই, কিন্তু আশপাশে কোনো শব্দ পাওয়া যাচ্ছে না।

তখনই মনে পড়ে, ফোন তো সাইলেন্ট মোডে রাখা!

এমন পরিস্থিতি প্রায় সবার সঙ্গেই ঘটে। আর প্রিয় ডিভাইসটি হারানোর ভয়ে পড়ে যায় টেনশনে। তবে চিন্তার কিছু নেই। গুগলের রয়েছে চমৎকার এক সমাধান, যার মাধ্যমে খুব সহজেই খুঁজে পেতে পারেন আপনার হারিয়ে যাওয়া ফোনটি।

যেভাবে খুঁজে পাবেন

অন্য একটি মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে গিয়ে লিখুন “ফাইন্ড মাই ফোন” (Find My Phone)।

এরপর আপনার গুগল অ্যাকাউন্টে (যেটি ফোনে সাইন ইন করা আছে) সাইন ইন করুন।

গুগল তখন আপনার ফোনের অবস্থান মানচিত্রে দেখাবে।

এবার অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার বা আমার ডিভাইস খুঁজুন (Find My Device) অপশন চালু করে ‘রিং’ (Ring) কি-টি চাপুন।

বিশেষত্ব হলো-ফোনটি যদি সাইলেন্ট মোডে থাকে, তবুও এটি পুরো শব্দে বেজে উঠবে। আর যতক্ষণ না আপনি ফোনটি হাতে নিয়ে পাওয়ার বোতাম চেপে রিং বন্ধ করছেন, ততক্ষণ রিং হতেই থাকবে!

তবে মনে রাখবেন, এই সুবিধাটি ব্যবহার করতে হলে আপনার ফোনে অবশ্যই আগে থেকেই গুগল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে এবং ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে।

এসআইএস

গুগল, ফোন 
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।