ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

মাত্র ১৪৯০ টাকায় নতুন ক্যামেরা ফোন! 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫২, জুলাই ২১, ২০২৫
মাত্র ১৪৯০ টাকায় নতুন ক্যামেরা ফোন! 

স্বল্প দামে নির্ভরযোগ্য ফিচার ফোন খুঁজছেন যারা, তাদের জন্য জি৮৮ (G88) হতে পারে আদর্শ একটি পছন্দ।

দেশের বাজারে এসেছে গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (GDL)-এর নতুন ফিচার ফোন ‘G88’।

মাত্র ১৪৯০ টাকায় মিলছে এই সেট, যাতে রয়েছে বড় ব্যাটারি, ওয়্যারলেস এফএমসহ প্রয়োজনীয় নানা ফিচার।

২.৮ ইঞ্চির বড় স্ক্রিন, শক্তিশালী ২৯৫০ মিলি অ্যাম্পিয়ার লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং বড় আকৃতির F8 টর্চ থাকায় ফোনটি বিশেষভাবে উপযোগী গ্রামাঞ্চল ও রিমোট অঞ্চলে ভ্রমণের জন্য।

ফোনটিতে ব্যবহৃত হয়েছে MTK6261D চিপসেট, আছে ৩২ এমবি র‌্যাম ও ৩২ এমবি রোম-যা কল, মেসেজ ও সাধারণ ব্যবহারের জন্য যথেষ্ট।

পেছনে রয়েছে ০.০৮ মেগাপিক্সেল ক্যামেরা, সঙ্গে হেডফোন ছাড়াই শোনা যাবে ওয়্যারলেস এফএম রেডিও।

কালো, নীল, সবুজ ও হালকা সবুজ ফোনটি পাওয়া যাচ্ছে এই চারটি আকর্ষণীয় রঙে।

দেশজুড়ে প্রায় ১৪ হাজার রিটেইল শপে পাওয়া যাচ্ছে G88 মডেলের এই ফোন। রয়েছে ৩৬টি নিজস্ব সার্ভিস সেন্টার, যেখানে মিলবে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি।  

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।