স্বল্প দামে নির্ভরযোগ্য ফিচার ফোন খুঁজছেন যারা, তাদের জন্য জি৮৮ (G88) হতে পারে আদর্শ একটি পছন্দ।
দেশের বাজারে এসেছে গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেড (GDL)-এর নতুন ফিচার ফোন ‘G88’।
২.৮ ইঞ্চির বড় স্ক্রিন, শক্তিশালী ২৯৫০ মিলি অ্যাম্পিয়ার লিথিয়াম-আয়ন ব্যাটারি এবং বড় আকৃতির F8 টর্চ থাকায় ফোনটি বিশেষভাবে উপযোগী গ্রামাঞ্চল ও রিমোট অঞ্চলে ভ্রমণের জন্য।
ফোনটিতে ব্যবহৃত হয়েছে MTK6261D চিপসেট, আছে ৩২ এমবি র্যাম ও ৩২ এমবি রোম-যা কল, মেসেজ ও সাধারণ ব্যবহারের জন্য যথেষ্ট।
পেছনে রয়েছে ০.০৮ মেগাপিক্সেল ক্যামেরা, সঙ্গে হেডফোন ছাড়াই শোনা যাবে ওয়্যারলেস এফএম রেডিও।
কালো, নীল, সবুজ ও হালকা সবুজ ফোনটি পাওয়া যাচ্ছে এই চারটি আকর্ষণীয় রঙে।
দেশজুড়ে প্রায় ১৪ হাজার রিটেইল শপে পাওয়া যাচ্ছে G88 মডেলের এই ফোন। রয়েছে ৩৬টি নিজস্ব সার্ভিস সেন্টার, যেখানে মিলবে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি।
এসআইএস