ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

২৩ ফেব্রুয়ারি ফ্রিল্যান্সিং কর্মশালা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, ফেব্রুয়ারি ১৮, ২০১৩

আগামী ২৩ ফেব্রুয়ারি অনলাইনের মুক্ত পেশা ‘ফ্রিল্যান্সিং’ এর প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণকেন্দ্র টেকনোবিডি। আগ্রহী ফ্রিল্যান্সারদের জন্য প্রতিষ্ঠানটির কার্যক্রমের ধারাবাহিকতায় বিষয়টি যথোপযুক্তভাবে সাজানো হয়েছে।

যাতে করে তারা এই প্লাটফর্মটিতে নিজেকে উপযোগী করে প্রস্তত করতে পারে। কেননা এই পেশা আগ্রহীদের কাছে বর্তমানে যেমন চাহিদার তেমনি আশঙ্কাজনক হয়ে উঠছে।

কর্মশালায় যে বিষয়গুলো আলোচনা করা হবেঃ
-ফ্রিল্যান্স কি এতে কি ধরণের কাজ কি পরিমানে আছে। যাতে প্রশিক্ষর্ণার্থী তার উপযুক্ত কাজটি নির্ধারণ করতে পারে।
- ফ্রীল্যান্সিং‘এ প্রস্ততের জন্য ধারাবাহিক পদ্ধতি।
-বিড করার পদ্ধতি
-কাজ সংগ্রহের পরবর্তী করণীয়
-ওডেস্ক এবং ফ্রিল্যান্স ডট কম সম্পর্কে হাতেকলমে পরিচিতি ও ব্যবহার এছাড়া অর্জিত টাকা গ্রহণের পদ্ধতি এবং কেস স্টাডি।

উল্লেখ্য, নিবন্ধনের জন্য ফোনঃ ০১৭৫০০০০৩২৮, ৯১২৬৩৮৫, ৮১৪২০৪০ ইমেইলঃ
info@technobdtraining.com এই ঠিকানায় যোগাযোগ করা যাবে। আরো জানতে এই ওয়েবসাইট ভিজিট করতে হবে www.technobdtraining.com।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
সম্পাদনা: সিজারাজ জাহান মিমি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।