ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৬ ফেব্রুয়ারি যশোর ডিজিটাল এক্সপো শুরু

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৭, ফেব্রুয়ারি ৫, ২০১৩

বাংলাদেশ কম্পিউটার সমিতির যশোর শাখার উদ্যোগে আগামী ৬ ফেব্রুয়ারি যশোরের মুন্সী মেহেরুল্লাহ রোডস্থ পৌর কমিউনিটি সেন্টারে শুরু হচ্ছে ৫ দিনের ডিজিটাল এক্সপো।

‘দিন বদলের দীক্ষা প্রযুক্তি আর শিক্ষা’ শ্লোগানে এ প্রদশর্নী উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন যশোর জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পৌরমেয়র মারুফুল ইসলাম মারুফ, বিসিএস’র ভারপ্রাপ্ত সভাপতি মঈনুল ইসলাম এবং বিসিএস পরিচালক মোস্তাফা জব্বার। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিসিএস যশোর শাখার চেয়ারম্যান সঞ্জয় কুমার সাহা।

প্রদর্শনীর প্লাটিনাম স্পন্সর ফক্সকন, ফুজিৎসু, নরটন গোল্ড স্পন্সর আসুস, বাংলালায়ন সিলভার স্পন্সর টুয়িনমস এবং মিডিয়া পার্টনার বৈশাখি টিভি। প্রদশর্নী চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘন্টা, ০৫ ফেব্রুয়ারি, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।