ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইফোনের মতোই হবে ব্ল্যাকবেরি জেড১০

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, জানুয়ারি ২৩, ২০১৩
আইফোনের মতোই হবে ব্ল্যাকবেরি জেড১০

রিসার্চ ইন মোশনের পরবর্তী স্মার্টফোন জেড১০ গতি পাচ্ছে অ্যাপলের আইফোন ৫’র মতোই। বর্তমানে পণ্যটি প্রস্তত পর্যায়ে কিন্তু ব্ল্যাকবেরি নির্মাতা রিমের এ লক্ষ্যবস্তুর বিশেষ গুণাবলি এখনই প্রকাশ হয়েছে।

জার্মানি প্রযুক্তি সাইট টেক প্রেসেস প্রাক-প্রস্তত এ মডেলের বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ করে। জেড১০ নামের স্মার্টফোনটি নিজেদের সংগ্রহে এনে তা পর্যবেক্ষণ করে। যার ফলস্বরুপ দেখা গেছে জেড১০ ঠিক আইফোন ৫’র মতোই গতিশীল।

তাই আইফোন ৫’র বিপরীতে ব্ল্যাকবেরির সবশেষ বিশিষ্ট পণ্যটি আসলে কতটা গুণাবলী সম্পন্ন হয় সেটাই দেখার কৌতুহল নিয়ে আছে সবাই।

এর আগে টেক প্রেসেস ব্ল্যাকবেরি ১০ এর পরীক্ষামুলক সংস্করণের সফটওয়্যারের দিকটা পর্যবেক্ষণ করে। যখন তারা দেখেছিল এর কার্যক্ষমতা দ্রুত, একইসময়ে এটাও প্রমাণ হয় আইফোন ৫’র চেয়েও গতিময়।

তবে অবয়বের বিচারে আইফোন ৫ মূলত বেশি চিকন অন্যদিকে পর্দার আকারের দিক থেকে জেড১০ মডেল এগিয়ে এতে আছে ৪.২ ইঞ্চি পর্দা।

এ পর্যন্ত জেড১০ এর প্রকাশিত ধারণাকৃত বৈশিষ্ট্যগুলো ১.৫ গিগাহার্জ ডুয়্যাল-কোর প্রসেসর, ডিসপ্লে রেজ্যুলেশন ১২৮০ বাই ৭৬৮, ডাটা সংযোগে আছে এলটিই, ২ জিবি ৠাম, ১৬ জিবি থেকে ৩২ জিবি স্টোরেজ, ৮ মেগাপিক্সেলের মূল ক্যামেো, ২ মেগাপিক্সেলের সম্মুখ ক্যামেরা, ১৮০০এমএএইচ ব্যাটারি, এনএফসি, ব্লুটুথ ৪.০ এবং মাইক্রোএসডি পোর্ট।

ধারণা মতে, ব্ল্যাকবেরি ১০ প্রকাশের দিন নির্ধারণ হয়েছে ৩০ জানুয়ারি এ দিনে জেড১০’র ঘোষণা দিবে রিম।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘন্টা, ২৩ জানুয়ারি, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।