ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশ্বের সবচেয়ে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি পকেটসেল!

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, জানুয়ারি ১৩, ২০১৩
বিশ্বের সবচেয়ে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি পকেটসেল!

এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে ছোট ব্যাটারি চার্জার নিয়ে এল পকেটসেল ডুয়ো। উদ্ভাবক প্রতিষ্ঠান ইনারজি।

বৈশিষ্ট্য ৬৮০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি। এরই মধ্যে ভোক্তাবান্ধব ব্যাটারি তৈরিতে পকেটসেল ডুয়ো বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে।

সবচেয়ে হালকা গড়নের, পাতলা এবং শক্তিশালী পোর্টেবল রিচার্জেবল ব্যাটারি হিসেবে ইনারজি এখন বিশ্বসেরা। এ রিচার্জেবল চার্জারের ওজন ১৩৩ গ্রাম। পুরুত্ব মাত্র ১ ইঞ্চি। বিজনেস কার্ডের তুলনায় এটি পুরুত্বে সামান্য বড় হবে।

এ চার্জারের ভিন্নধর্মী বৈশিষ্ট্যের মধ্যে আছে ২.১ এএমপি ইউএসবি পাওয়ার পোর্ট। এটি একই সঙ্গে দুটি পণ্যকে চার্জ করার ক্ষমতা রাখে। এ পণ্যটি অ্যাপল আইওএস ডিভাইস সার্টিফায়েড। এ ছাড়াও যেকোনো মানের স্মার্টফোনকে দ্রুত চার্জ করতে সক্ষম।

এর মাধ্যমে আইপ্যাডকে ৭ ঘণ্টা ব্যবহারযোগ্য চার্জ দেওয়া সম্ভব। এ ছাড়াও অ্যানড্রইডভিত্তিক স্মার্টফোনকে অনায়াসে ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপযোগ্য চার্জ করতে পারে এ খুদে পকেটসেল ব্যাটারি।

এ ছাড়াও অ্যাপল পণ্যের ৩০ পিন সমর্থিত ম্যাজিক কেবল আছে এ ব্যাটারিতে। আছে মাইক্রো এবং মিনি ইউএসবি সংযোগ। এ মুহূর্তে উত্তর আমেরিকায় ৯৯.৯৯ ডলারে (১২২ সিঙ্গাপুর ডলার) এ খুদে রিচার্জেবল ব্যাটারি পাওয়া যাচ্ছে। আসছে মার্চে সিঙ্গাপুরে এ পণ্যের বাণিজ্যিক বিপণন শুরু হবে।

বাংলাদেশ সময় ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।