ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩ ঘণ্টা পর বিটিসিএলের ইন্টারনেট সচল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, ডিসেম্বর ২৬, ২০১২
৩ ঘণ্টা পর বিটিসিএলের ইন্টারনেট সচল

ঢাকা: ৩ ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এর ইন্টারনেট লাইন সচল হয়েছে।

বুধবার পৌনে ৩টার দিকে সারাদেশে হঠাৎই একযোগে বিটিসিএল ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়ে যায়।


 
বিটিসিএল সূত্রে জানা গেছে, মূলত সিঙ্গাপুরের সিংটেল এর লাইন বসে যাওয়ায় বিটিসিএল এর ইন্টারনেট লাইনে এ বিপর্যয়ের সৃষ্টি হয়।
 
কয়েক ঘণ্টার চেষ্টার পর বুধবার সন্ধ্যা ৬টার দিকে বিটিসিএল কর্মীরা লাইন চালু করতে সক্ষম হন বলে জানান বিটিসিএল উপ-পরিচালক মোহাম্মদ মোর্শেদ।
 
তিনি বাংলানিউজকে বলেন, “লাইন বন্ধ হওয়ার পরপরই বিটিসিএল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালায় তা ঠিক করতে। তিন ঘণ্টা চেষ্টার পর সারাদেশে বিটিসিএল ইন্টারনেট লাইন  সচল হয়েছে।
 
প্রসঙ্গত, বর্তমানে বিটিসিএল’র ৫০ হাজার ব্রডব্যান্ড গ্রাহক রয়েছে।
   
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১২
আইএইচ/    সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।