ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৫০ শতাংশ ছাড়ে ই-কমার্স সেবা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, ডিসেম্বর ২৩, ২০১২
৫০ শতাংশ ছাড়ে ই-কমার্স সেবা

ঢাকা: ই-কমার্স ভিত্তিক ওয়েবসাইট নির্মাণে কিংবা যে কোনো সাইটে ই-কমার্স সেবা চালু করতে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে ওয়ালেটো। এর মাধ্যমে প্রচলিত মূল্যের চেয়ে অর্ধেক মূল্যে ব্যক্তিগত বা ব্যবসায়িকভাবে ই-কমার্স সেবা চালু করা যাবে।



বাংলাদেশের অনলাইন পেমেন্ট ব্যবস্থায় পরিবর্তন আনতে কাজ করছে ওয়ালেটো। মাল্টিমিডিয়া কনটেন্ট অ্যান্ড কমিউনিকেশন্স লিমিটেডের উদ্যোগে চালু হওয়া প্রতিষ্ঠানটি ই-কমার্স সেবার মাধ্যমে আগের যে কোনো সময়ের চেয়ে সহজে ও নিরাপদে অনলাইন লেনদেন সম্পন্ন করা যাবে যাবে বলে দাবি করছে। ওয়েবসাইটের গ্রাহকরা তাদের ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে ঝামেলাহীনভাবে মূল্য পরিশোধ করতে পারবেন।

আগামী ১৫ জানুয়ারি ২০১৩ পর্যন্ত এই ছাড় চলবে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১২
সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।