ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

এল থ্রিডি গেমিং মনিটর

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, ডিসেম্বর ২০, ২০১২
এল থ্রিডি গেমিং মনিটর

ডিজিটাল গেমপ্রেমীদের জন্য দিনরাত কোনো বিষয় নয়। এ উন্মাদনা আরও খানিকটা বেড়ে যায় যদি দৃশ্যপটটা হয় ত্রিমাত্রিক।

এ চাহিদার কথা ভেবেই বেনকিউ নিয়ে এল ত্রিমাত্রিক মনিটর। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য দিয়েছে।

এক্সএল২৪২০টিএক্স মডেলের এ বিশেষ আদলের গেমিং মনিটর পেশাদারী কাজেই ব্যবহারযোগ্য। থ্রিডি গুগলস, কালো রঙের আবহ আর রিমোটের আবহে গেমপ্রেমীদের জীবন্ত খেলার দুনিয়ার নিয়ে যাবে এ মনিটর। এতে আছে এইচডিএমআই ১.৪এ প্রযুক্তি।

এ ছাড়াও আছে ইথারনেট চ্যানেল, ডুয়্যাল স্ট্রিম ১০৮০ পিক্সেল, এইচডি ভিডিও, বিশেষ এস সুইচ রিমোট কন্ট্রোলার, ব্ল্যাক ইকুলাইজার কালার ইঞ্জিন এবং রিফ্রেশ রেট ১২০ গিগাহার্টজ।

এ মনিটরের মাধ্যমে প্রয়োজনবোধে পর্দা বড় থেকে ছোট কিংবা ছোট থেকে বড় করে দৃশ্যমান করা যায়। এতে ২৪ ইঞ্চিকে ১৭ ইঞ্চি পর্যন্ত কমানো আবার বিপরীতে ১৭ ইঞ্চি থেকে ২৪ ইঞ্চিতে বাড়ানো সম্ভব।

এ মুহূর্তে ভারতীয় ৩১ হাজার রুপিতে এ মনিটর পাওয়া যাচ্ছে। অচিরেই এটি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যাবে। এমনটাই জানিয়েছেন নির্ভরযোগ্য কয়েকটি সূত্র।

বাংলাদেশ সময় ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।