ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন তথ্যসেবায় ওরাকল

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, ডিসেম্বর ১৮, ২০১২
নতুন তথ্যসেবায় ওরাকল

সফটওয়্যার ওরাকল তাদের গ্রাহকের মানোন্নত সেবা দিতে বাজারে এনেছে কার্যকরি তথ্য ব্যবস্থাপনা প্রযুক্তি এনওএসকিউএল ডাটাবেস-টু। এবারের সংস্করণটি আগের চেয়ে অনেক বেশি কার্যকর ও দক্ষ।

এতে যুক্ত হয়েছে বড় আকারের তথ্য ফাইল বা ছবি সংরক্ষণের সুবিধা।

এ প্রযুক্তি ব্যবহারে প্রতিষ্ঠানগুলো তাদের জটিল উৎপাদন পরিবেশে ঝুঁকি কমাতে পারবে। শর্তপূরণ সাপেক্ষে এখনই যে কেউ এই সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন। এটি ব্যবহারের মাধ্যমে গ্রাহক তাদের প্রতিদিনের ডাটা পরিপূর্ণভাবে ব্যবস্থাপনা করতে পারবেন। এ ছাড়া অন্য সব সফটওয়্যারের সঙ্গেও এটি সামঞ্জস্যপূর্ণ।

এ ডাটাবেস বাজারে আনা প্রসঙ্গে ওরাকলের উন্নয়ন বিভাগের সহ-সভাপতি বৈষ্ণবি শশীকান্ত বলেন, ওরাকল প্রতিনিয়ত পণ্যের মানোন্নয়ন বিশ্বাস করে। এ প্রযুক্তি গ্রাহক এবং অ্যাপলিকেশনের মধ্যে রিয়েল টাইম মিথস্ক্রিয়ার আবহ তৈরি করে।

বাংলাদেশ সময় ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।