ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে ক্যাসপারস্কি স্মল অফিস সিকিউরিটি

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩০, নভেম্বর ২২, ২০১২
দেশে ক্যাসপারস্কি স্মল অফিস সিকিউরিটি

দেশের বাজারে ক্যাসপারস্কি ল্যাব প্রথমবার ‘ক্যাসপারস্কি স্মল অফিস সিকিউরিটি’ অবমুক্ত করেছে। অপেক্ষাকৃত ছোট অফিস বিশেষ করে যাদের অফিসের নেটওয়ার্কে ১টি উইন্ডোজ সার্ভার, ১০টি ওয়ার্ক স্টেশন থেকে শুরু করে ৩টি উইন্ডোজ সার্ভার ও ২৫টি ওয়ার্কস্টেশন আছে, তাদের জন্য এ নতুন সিকিউরিটি সফটওয়্যারটি বিশেষ নিরাপত্তা নিশ্চিত করবে।



মূলত বৃহদাকার অফিসগুলোর কমপিউটার সিস্টেমের নিরাপত্তা নিশ্চিতে ক্যাসপারস্কি বিজনেস স্পেস সিকিউরিটির অনুরূপ গুণাবলীসম্পন্ন অপেক্ষাকৃত ছোট অফিসের জন্য ক্যাসপারস্কি স্মল অফিস সিকিউরিটি উদ্ভাবন করা হয়েছে।

প্রসঙ্গত, দেশে ক্যাসপারস্কি স্মল অফিস সিকিউরিটি অবমুক্ত উপলক্ষে ক্যাসপারস্কি ল্যাব দক্ষিণ এশিয়ার পরিচালক জগন্নাথ পাটনায়েক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশে এ ধরনের সফটওয়্যার প্রথম অবমুক্ত করা হল।

বাংলাদেশ সময় ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।