ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নারীকে স্বক্ষমতা দেয় তথ্যপ্রযুক্তি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১০, নভেম্বর ১৭, ২০১২
নারীকে স্বক্ষমতা দেয় তথ্যপ্রযুক্তি

আগামী ৮ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২’ শীর্ষক প্রদর্শনী। এতে নারীর ক্ষমতায়নে তথ্যপ্রযুক্তি অপরিহার্য বিষয়টিকে লক্ষ্যে রেখে আন্তর্জাতিক প্রচারণা ‘টেইক ব্যাক দ্য টেক’ বাংলাদেশ পর্ব শুরু হবে ।



এ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার মিরপুরের আন্ডার প্রিভিলাইজড চিলড্রেনস এডুকেশন প্রোগ্রাম (ইউসেপ)এক আলোচনা সভার আয়োজন করে। সভায় বক্তব্য রাখেন ইউসেপ ট্রাস্টি বোর্ডের সদস্য ও বাংলাদেশ উইমেন ইন আইটি ফোরামের সভাপতি লুনা শামসুদ্দোহা, ইউসেপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার (অব:) আফতাব হোসেন, ইউসেপ কর্মকর্তা ড. শাহিদা আকতার প্রমুখ।

বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির যথোপযুক্ত ব্যবহার নারীকে যেমন নিজ অধিকার রক্ষায় সামর্থ্য যোগায় তেমনি ক্ষমতা প্রদানেও সহায়ক ভূমিকা পালন করে। নারীরা তথ্যপ্রযুক্তিতে দক্ষ হলে প্রতিহিংসা প্রতিরোধেও সক্ষম হতে পারে। এছাড়া মোবাইল ফোন প্রযুক্তি, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ সাইটের সঠিক ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয় । এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ এর জ্যেষ্ঠ পরামর্শক মুনির হাসান।

সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২ এর পরামর্শক সামিরা জুবেরি হিমিকা।
উল্লেখ্য ‘টেইক ব্যাক দ্য টেক’ বাংলাদেশ পর্বে দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য দেশের বিশেষজ্ঞরা যোগ দিবেন।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘন্টা, ১৭ নভেম্বর, ২০১২
সম্পাদনা: সিজারাজ জাহান মিমি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।