ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অ্যাপলকে হারিয়ে স্যামসাং শীর্ষে

শেরিফ সায়ার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৫, নভেম্বর ৮, ২০১২
অ্যাপলকে হারিয়ে স্যামসাং শীর্ষে

মোবাইল নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং গ্যালাক্সি এসথ্রি স্মার্টফোন বিক্রির তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে। গত দুবছর অ্যাপেলের আইফোন এ শীর্ষস্থান দখল করে ছিল।

কিন্তু ৮ নভেম্বর বৃহস্পতিবার রিসার্চ ফার্ম স্ট্র্যাটিজি অ্যানালাইটিকস প্রতিষ্ঠানটি স্যামসাংয়ের সর্বোচ্চ বিক্রির সংবাদ প্রকাশ করেছে।

স্যামসাং তাদের তৃতীয় ত্রৈমাসিকে বিশ্বব্যাপী ১ কোটি ৮০ লাখ গ্যালাক্সি এসথ্রি বিক্রি করেছে। এখানে আইফোন ফোরএস বিক্রি হয়েছে ১ কোটি ৬২ লাখ।

গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ফার্ম স্ট্র্যাটিজি অ্যানালাইটিকসের প্রধান গবেষক নেই মোসটস জানান, স্যামসাংয়ের জনপ্রিয়তা নতুন কিছু নয়। স্মার্টফোন দিয়ে ভোক্তাদের কাছে স্যামসাং গ্রহণযোগ্যতা পেয়েছে।

তবে আইফোন ফাইভ যাত্রার প্রথম ত্রৈমাসিকে যে হারে বিক্রি হচ্ছে তাতে স্যামসাং খুব বেশিদিন প্রথমস্থান ধরে রাখতে পারবে না। এমনটাই বলছেন বাজার বিশ্লেষকেরা।

বাংলাদেশ সময় ২২২৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।