ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

করোনা: শেবামেক ল্যাবে নমুনা পরীক্ষায় সর্বোচ্চ শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, এপ্রিল ৭, ২০২১
করোনা: শেবামেক ল্যাবে নমুনা পরীক্ষায় সর্বোচ্চ শনাক্ত

বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের (শেবামেক) আরটি পিসিআর ল্যাবে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে।

গত বছরের ৮ মে মেডিক্যাল কলেজের আরটি সিপিআর ল্যাব চালু হওয়ার পর এটাই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে প্রকাশিত রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা মোট পরীক্ষার ৩৮.৮২ শতাংশ।  

এর আগে গত সোমবার রাতের প্রকাশিত রিপোর্টে ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৩১.১৮ এবং এর আগের দিন রোববার শনাক্তের হার ছিল ২১.৬২ শতাংশ।

শেবামেক আরটি পিসিআর ল্যাবের ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. একেএম আকবর কবির জানান, মানুষজন স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানায় সংক্রামণের হার বাড়ছে। সবাই নিজে থেকে উপলব্ধি না করলে সংক্রমণ ঠেকানো যাবে না। আগামীতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।  

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।