ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত নিজাম হাজারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৪, মার্চ ১৪, ২০২১
স্ত্রী-সন্তানসহ করোনায় আক্রান্ত নিজাম হাজারী ...

ফেনী: স্ত্রী-সন্তানসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফেনী সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

দলীয় ও পরিবার সূত্র জানায়, জ্বর অনুভব হলে রাজধানীতে স্ত্রী-সন্তানসহ করোনা পরীক্ষার জন্য নমুনা দেন নিজাম হাজারী।

নমুনা রিপোর্টে নিজাম হাজারী, তার স্ত্রী নুরজাহান বেগম নাসরিন ও একমাত্র কন্যা নুরআহাদ জাহান স্নিগ্ধা হাজারীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসার জন্য শনিবার (১৩ মার্চ) তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন।

জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মেদ জানান, তার সঙ্গে ফোনে এমপি নিজাম হাজারীর কথা হয়েছে। সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মী, ফেনীর সর্বস্তরের জনগণসহ দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২১
এসএইচডি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।