ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

টিকা নেওয়া ৪৩ লাখের মধ্যে ৮৮৫ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, মার্চ ১৩, ২০২১
টিকা নেওয়া ৪৩ লাখের মধ্যে ৮৮৫ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া ছবি: ডিএইচ বাদল

ঢাকা: করোনার টিকাদান শুরুর পর থেকে এ পর্যন্ত টিকা নিয়েছেন ৪৩ লাখ ৪ হাজার ২৫৯ জন। এদের মধ্যে ৮৮৫ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন- জ্বর, টিকা দেওয়ার স্থান লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে।

পাশাপাশি টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৫৫ লাখ ৮৮ হাজার ৭০৫ জন।

শনিবার (১৩ মার্চ) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ৮৬ হাজার ১৩২ জন। এদের মধ্যে পুরুষ ৫১ হাজার ৪৩৫ জন এবং নারী ৩৪ হাজার ৬৯৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে।

করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়। এই দিনে সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২১
পিএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।