ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

স্বাস্থ্য

রামেক হাসপাতালে প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৪, আগস্ট ১২, ২০১৯
রামেক হাসপাতালে প্রথম ডেঙ্গু রোগীর মৃত্যু আব্দুল মালেক

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে এই প্রথম কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

মৃত আব্দুল মালেক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরম হাউসনগর মহল্লার গোলাম নবীর ছেলে। তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন মালেক। ঈদের ছুটিতে বাড়ি ফিরে সোমবার (১২ আগস্ট) ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। তার অবস্থা গুরুতর হওয়ায় ভর্তির পরপরই তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

এদিকে ঈদের দিন ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেলে আরো ২৫ জন রোগী ভর্তি হয়েছেন, আর হাসপাতাল ছেড়েছেন ২৮ জন। রামেক হাসপাতাল থেকে এ পর্যন্ত চিকিৎসা পেয়েছেন মোট ৩৪৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৩৯ জন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।