ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

স্বাস্থ্য

সলিমুল্লাহ মেডিকেল কলেজ হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্বাস্থ্য উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৩, আগস্ট ২৮, ২০২৫
সলিমুল্লাহ মেডিকেল কলেজ হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্বাস্থ্য উপদেষ্টা

ঢাকা: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।  

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ‘১০টি মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ১৫তলা বিশিষ্ট ছাত্র হোস্টেল এবং দুটি ১২তলা বিশিষ্ট ছাত্রী হোস্টেল নির্মাণ কাজের এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

পরে তিনি হাসপাতালের ইমার্জেন্সিসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগম বলেন, আমাদের শিক্ষার্থীরা পুরোনো ভাঙা হোস্টেলে থেকেছেন। কখন ভেঙে পড়ে এমন শঙ্কায় ছিলেন তারা।  এরকম রিস্ক নিয়ে তো আর পড়ালেখা করা যায় না। তাদের দীর্ঘদিনের দাবি ছিল, নতুন হোস্টেলের। এটা শুধু দাবি নয়, তাদের অধিকারও। আমাদের ছেলে-মেয়েরা সুন্দর জায়গা থেকে পড়াশোনা করুক এটা আমরা চাই।  

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এ হোস্টেল হয়ে উঠুক তাদের নিরাপদ জায়গা। আনন্দের জায়গা। এখানে তাদের সৃজনশীল কর্মকাণ্ড বিকশিত হোক। আউটডোর কিংবা ইনডোর নানা শারীরিক চর্চা বা খেলাধুলা হোক। আমাদের ছেলে মেয়েরা এক সময় ম্যাগাজিন প্রকাশ করতো। ডিবেট ক্লাব ছিল। আমি আশা করবো, তারা নিজেদের সৃজনশীল কর্মে জড়িত করবে।

তিনি এ সময় রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষানবিশ চিকিৎসক শীর্ষ শ্রেয়ানের প্রশংসা করেন। শ্রেয়ান মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) বা হৃদযন্ত্র বিকল (হার্ট অ্যাটাক) হওয়া রোগীদের জন্য বিনামূল্যে ওষুধ এনেছেন। যার বাজার মূল্য ১৭ কোটি টাকার মতো। তার গবেষণা ও প্রচেষ্টার কারণে নেদারল্যান্ডস থেকে দুই হাজার ৫০০ ভায়াল অ্যাল্টেপ্লেস ইনজেকশন এসেছে। এরই মধ্যে এসব জীবন রক্ষাকারী ওষুধ প্রয়োগ শুরু হয়েছে।  

তিনি আরও বলেন, মানুষের জীবন রক্ষায় তার উদ্যোগের কথা আমি পত্রিকার মাধ্যমে জেনেছি। তার মধ্যে মানুষের প্রতি মমত্ববোধ-দরদ আছে। যার কারণে তিনি উদ্বুদ্ধ হয়েছেন। আমি চাই, আমাদের প্রতিটি ছেলে-মেয়ের মধ্যে এ মানবিকতা তৈরি হোক।

এ সময় স্বাস্থ্য শিক্ষা সচিব ডা. মো. সারোয়ার বারী বলেন, আমি নিজেও এ কলেজের শিক্ষার্থী ছিলাম। এখানে আবাসন সংকট অত্যন্ত প্রকট। আজকের এ কাজের উদ্বোধনের মধ্য দিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের আবাসন সমস্যার সমাধান হবে। আধুনিক হোস্টেল তৈরি হবে। এখানে শুধু আবাসন নয়, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, জিমনেশিয়ামসহ প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। আশা করি, এর মধ্যে দিয়ে আমাদের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করার ভালো পরিবেশ তৈরি হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, দেশের ১০টি সরকারি মেডিকেল কলেজে ১৯টি হোস্টেল নির্মাণ কাজ শুরু করেছে সরকার। এরমধ্যে পুরাতন আটটি এবং নতুন দুটি মেডিকেল কলেজ আছে। এরই অংশ হিসেবে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ১২তলা করে দুটি ছাত্রীদের হোস্টেল এবং ১৫তলা বিশিষ্ট একটি ছাত্রদের হোস্টেল নির্মাণ করা হচ্ছে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ১৫তলা বিশিষ্ট ছাত্র হোস্টেল নির্মাণে ব্যয় হবে ১০১ কোটি ৭৭ লাখ টাকা। এতে বিভিন্ন ফ্যাসিলিটিজের সঙ্গে আবাসিক রুম থাকবে ৩১২টি যাতে মোট ছাত্র সিট সংখ্যা ৯৩৬। দুটি ১২তলা ছাত্রী হোস্টেল নির্মাণে ব্যয় হবে ৪৬ কোটি ৫৩ লাখ টাকা। এখানে অন্যান্য ফ্যাসিলিটিজের সঙ্গে থাকবে ১৪৪টি আবাসিক রুম যাতে ছাত্রী সিট সংখ্যা ৫০৪।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালকসহ সরকারের পদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।