ঢাকা: বিশেষ বিসিএসের স্বাস্থ্য ক্যাডারে রিপিট ক্যাডার সংক্রান্ত সমস্যা সমাধানে পূর্বনির্ধারিত পদসংখ্যার অতিরিক্ত ২০০০ চিকিৎসক নিয়োগ প্রদানের দাবি করেছে ৪৮তম বিশেষ বিসিএস চূড়ান্ত ফলপ্রত্যাশী চিকিৎসক ফোরাম।
বুধবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৪৮তম বিশেষ বিসিএস চূড়ান্ত ফলপ্রত্যাশী চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. গোলাম সামদানী এবং ডা. রাশেদ। সংবাদ সম্মেলনে ফোরামের অনান্য নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে স্বাস্থ্য সংস্কার কমিশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রদত্ত তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় ১২ হাজার ৯৮০টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। যে কারণে তৃণমূল স্বাস্থ্য সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। এ সমস্যা নিরসনের উদ্দেশে দ্রুততম সময়ে চিকিৎসক নিয়োগের লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তবর্তী সরকারের ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) এর মাধ্যমে দুই হাজার ৭০০ জন চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।
এতে আরও বলা হয়, ৪৫, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বড় একটি অংশ ৪৮তম লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে ৪৭তম বিসিএস এর কার্যক্রমও চলমান রয়েছে। স্বাভাবিকভাবেই ভবিষ্যতে ৪৫, ৪৬, ৪৭ এর (সর্বমোট ৩৪৯৩ টি পদ) চূড়ান্ত ফলাফল ও গেজেট প্রকাশ হলে সেই সিংহভাগ প্রার্থী যারা ৪৮ এ নিয়োগ পেয়েছিল তারা পদোন্নতি, সিনিয়রিটিসহ অন্যান্য সুযোগ সুবিধার কারণে ৪৫, ৪৬, ৪৭তম বিসিএস এ যোগদান করবে। অর্থাৎ ৪৮তম স্পেশাল বিসিএস এর চিকিৎসক পদগুলো পুনরায় ফাঁকা হয়ে যাবে এবং চিকিৎসক সংকট নিরসন হবে না। তাই ৪৮তম বিসিএস এ অতিরিক্ত চিকিৎসক নিয়োগ করা প্রয়োজন যাতে প্রার্থীরা পূর্ববর্তী বিসিএস এ যোগদান করলেও চিকিৎসক সংকট সহনীয় পর্যায়ে থাকে।
ফোরামের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রের প্রয়োজনে বিগত ৩৯ এবং ৪২তম স্পেশাল বিসিএস এ পদ সংখ্যার অতিরিক্ত আরও প্রায় ২০০০ চিকিৎসক নিয়োগের উদাহরণ রয়েছে। দেশের তৃণমূল পর্যায়ে চিকিৎসক সংকট নিরসন করে স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে ৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) এর মাধ্যমে পূর্বনির্ধারিত পদসংখ্যার চেয়ে অতিরিক্ত ২০০০ চিকিৎসক নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে দেশের স্বাস্থ্য খাতে অচলাবস্থা নিরসন হবে।
আরকেআর/জেএইচ