ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফুটবল

রোনালদো-মোরাতার গোলে শিরোপা জিতল জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৫, জানুয়ারি ২১, ২০২১
রোনালদো-মোরাতার গোলে শিরোপা জিতল জুভেন্টাস

নাপোলিকে ২-০ গোলে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতল জুভেন্টাস। দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত হওয়া আন্দ্রে পিরলোর শিষ্যদের হয়ে একটি করে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো ও আলভারো মোরাতা।

এ নিয়ে প্রতিযোগিতাটির নবম শিরোপাও ঘরে তুললো দলটি।

বুধবার মাপেই স্টেডিয়ামে রাতে এদিন জুভদের কোচ হিসেবে প্রথম শিরোপার স্বাদ পেলেন দলটির সাবেক ফুটবলার পিরলো।

এদিন প্রথমার্ধে দুই দলই সমান দাপট দেখিয়ে ফুটবল খেলে। তবে শক্তিতে এগিয়ে থাকা জুভরা আধিপত্য বিস্তার করতে পারেনি।

কিন্তু দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় জুভেন্টাস। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৬৪তম মিনিটে দলকে লিড এনে দেন রোনালদো। বের্নারদেস্কির কর্নার নাপোলির ডিফেন্ডার বাকাইয়োর গায়ে লেগে গোলমুখে পেয়ে যান অরক্ষিত পর্তুগিজ ফরোয়ার্ড। অনায়াসে জাল খুঁজে নেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

পরে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মোরাতার গোলে ইতালিয়ান সুপার কাপের মুকুট পুনরুদ্ধার নিশ্চিত হয়ে যায় জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।