দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে এবার অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামছে বাংলাদেশ। একদিন পরই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভুটানের মুখোমুখি হবে মাহবুবুর রহমান লিটুর দল।
এর আগে বড়দের সাফ এবং অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে ট্রফি জিতে উচ্ছ্বসিত বাংলাদেশের মেয়েরা এবার ঘুরে তাকাতে চায় আরেকটি সাফল্যের দিকে। এরই মধ্যে ম্যাচ ভেন্যু থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে চলছে দলীয় অনুশীলন।
প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে নিজেদের প্রস্তুত করছেন মেয়েরা। আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই দলকে ভুটান পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এতে সন্তুষ্ট দলের গোলরক্ষক কোচ মো. ইমন। তার মতে, ‘খেলোয়াড়দের মানিয়ে নিতে সহজ হয়েছে। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি আমরা ফিটনেস ও টেকনিক্যাল দিকেও কাজ করেছি। অনুশীলনে খেলোয়াড়রা যেভাবে উন্নতি করেছে, সেটা ম্যাচে কাজে লাগবে বলেই বিশ্বাস করি। ’
গোলরক্ষক ঈশিতা ত্রিপুরা জানিয়েছেন তাদের মূল লক্ষ্য, ‘আমরা এখানে চ্যাম্পিয়ন হতে এসেছি। পরিবেশ ভালো, অনুশীলনও ভালো হচ্ছে। সবাই মিলে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। ’
গোলবারের নিচে দায়িত্বে থাকা খেলোয়াড়দের নিয়ে আশাবাদী ইমন আরও বলেন, ‘গোলরক্ষকরা খুব আত্মবিশ্বাসী। আমরা চাই আমাদের পারফরম্যান্স দিয়ে প্রমাণ করতে, বাংলাদেশ নারী ফুটবলে ধারাবাহিকতা ধরে রাখতে পারে। ’
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচ পরশু ভুটানের বিপক্ষে। লক্ষ্য একটাই—শিরোপা জয় করে আবারও দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ নারী ফুটবলের আধিপত্য দেখানো।
এআর/এমএইচএম