ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফুটবল

ম্যারাডোনা কাপের উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন বোকা জুনিয়র্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, জানুয়ারি ১৮, ২০২১
ম্যারাডোনা কাপের উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন বোকা জুনিয়র্স

দিয়েগো আরমান্দো ম্যারাডোনা কাপের উদ্বোধনী আসরে চ্যাম্পিয়ন হয়েছে বোকা জুনিয়র্স। ফাইনালে ব্যানফিল্ডকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারায় বোকা।

এর আগে গত বছরের নভেম্বরে মারা যান আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ম্যারাডোনা। আর তার মৃত্যুর পরেই এই কিংবদন্তি সম্মানে দেশটির লিগ কাপের নতুন নামকরণ করা হয়। যেখানে এক সময় বোকার হয়ে মাঠ মাতিয়েছিলেন ম্যারাডোনা।

ম্যাচ শেষে বোকার ফরোয়ার্ড রামোন আবিলা বলেন, ‘এই কাপটি দিয়েগোর প্রতি শ্রদ্ধা এবং সে অবশ্যই এটি আমাদের সঙ্গে উদযাপন করছেন। ’

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।