ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

নেইমার-এমবাপ্পেদের এবার ৭ গোলের উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২১, জুলাই ১৮, ২০২০
নেইমার-এমবাপ্পেদের এবার ৭ গোলের উৎসব নেইমার, এমবাপ্পে, ইকার্দিদের গোল উদযাপন

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর ২০১৯-২০ মৌসুমে আর মাঠে ফিরেনি ফ্রেঞ্চ লিগ ওয়ান। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয় প্যারিস সেন্ট জার্মেইয়ের নাম (পিএসজি)। অবশ্য ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চারটি ঠিকই শুরু হয়। 

দ্রুত মৌসুম শেষ করায় ইতোমর্ধে ২০২০-২১ মৌসুমের সময়সূচিও জানিয়ে দিয়েছে লিগ ওয়ান কর্তৃপক্ষ। অন্যান্য লিগে যখন এখনও প্রতিযোগিতা চলছে তখন ফ্রান্সে চলছে প্রীতি ম্যাচ।

নেইমার-এমবাপ্পেদের সময় কাটছে মাঠে, তবে প্রীতি ম্যাচ খেলে।  

তেমন এক প্রীতি ম্যাচে কয়দিন আগে ৫ হাজার দর্শকের সামনে ফ্রান্সের দ্বিতীয় বিভাগের দল লে হাভরকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছিল পিএসজি। এবার লিগ ওয়ান চ্যাম্পিয়নরা নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে আরেকটি প্রীতি ম্যাচে বেলজিয়ামের দ্বিতীয় বিভাগের দল ওয়াসল্যান্ড-বেভারেনকে গুঁড়িয়ে দিয়েছে ৭-০ ব্যবধানে।  

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রস্তুতিটা দুর্দান্তভাবে সেরেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ড্রিবলিং দিয়ে মুগ্ধ করেছেন সবাইকে। শুক্রবার (১৭ মার্চ) রাতের প্রীতি ম্যাচটিতে গোল পেয়েছেন নেইমার, মাউরো ইকার্দি, কিলিয়ান এমবাপ্পে, এম্বে সো, এরিক-ম্যাক্সিম-মোটিং। এছাড়া একটি আত্মঘাতি গোলও হজম করেছে বেলজিয়ান ক্লাবটি।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।