ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

কোপা ইতালিয়ার সেমিতে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১৩, জানুয়ারি ৪, ২০১৮
কোপা ইতালিয়ার সেমিতে জুভেন্টাস ছবি:সংগৃহীত

কোপা ইতালিয়ার ডার্বিতে নগরপ্রতিদ্বন্দ্বী তুরিনের মুখোমুখি হয়েছিল জুভেন্টাস। যেখানে ২-০ গোলের সহজ জয়ে আসরটির সেমিফাইনালে পৌঁছে গেল ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা। শেষ চারে আটলান্টার মুখোমুখি হবে দলটি।

এদিন ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে খেলতে নামে জুভেন্টাস। যেখানে ম্যাচের ১৫ মিনিটেই ডগলাস কস্তার গোলে লিড পায় স্বাগতিকরা।

আর দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে মারিও মানজুকিচের গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

কোপা ইতালিয়ায় গত তিনবারের চ্যাম্পিয়ন জুভিরা। আর এবার যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে হয়তো চতুর্থ শিরোপা ঘরে তোলাটা সময়ের ব্যাপার দলটির জন্য।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ০৪ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।