ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

ফুটবল

নেপালের জালে প্রীতির হ্যাটট্রিক, দাপুটে জয় বাংলাদেশের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, আগস্ট ২৭, ২০২৫
নেপালের জালে প্রীতির হ্যাটট্রিক, দাপুটে জয় বাংলাদেশের

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ বিকেলে লাল-সবুজরা ৪-১ গোলে হারিয়েছে প্রতিপক্ষকে।

দলের হয়ে একাই তিন গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি, আরেকটি গোল যোগ করেছেন থৈনু মারমা।

ডাবল রাউন্ড রবিন লিগ ভিত্তিতে আয়োজিত টুর্নামেন্টে দ্বিতীয়বার নেপালের মুখোমুখি হয়ে একই দাপট দেখাল বাংলাদেশ। প্রথম লড়াইয়ে ৩-০ ব্যবধানে জিতেছিল তারা, আজ জিতল আরও বড় ব্যবধানে।

প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্টের পর ৩৮ মিনিটে একক প্রচেষ্টায় গোল করে দলকে এগিয়ে দেন থৈনু মারমা। বিরতির ঠিক আগে ইনজুরি সময়ে কর্নার থেকে সমতায় ফিরলেও গোল হজম করতে হয় বাংলাদেশকে। এর আগে ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছিলেন প্রীতি।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে নেপাল। তবে উল্টো ৭৬ মিনিটে কর্নার থেকে আসা বল জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান প্রীতি। নয় মিনিট পর আবারও জালের দেখা পেয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। শেষ দিকে গোলরক্ষক পরিবর্তন হলেও (ইয়ারজানের জায়গায় মেঘলা) আর কোনো পরিবর্তন আসেনি স্কোরলাইনে।

চার ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ পয়েন্ট। তবে শিরোপার দৌড়ে থাকতে হলে পরের ম্যাচে ভারতকে হারানো ছাড়া উপায় নেই। কারণ প্রথম রাউন্ডে ভারতের কাছে হেরে কিছুটা পিছিয়ে আছে লাল-সবুজরা।

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।