ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

ফুটবল

লিভারপুলের কাছে আর্সেনালের বড় হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৫, আগস্ট ২৮, ২০১৭
লিভারপুলের কাছে আর্সেনালের বড় হার ছবি:সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হয় আর্সেনাল। তবে ম্যাচটিকে একপেশে বানিয়ে লিভারপুল ৪-০ গোলে জিতে নেয়। অল রেডসদের সামনে এদিন দাঁড়াতেই পারেনি গানাররা।

রোববার রাতে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে আতিথিয়েতা নিতে যায় আর্সেনাল। তবে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের খুঁজেই পাওয়া যায়নি।

লিভারপুলের হয়ে একটি করে গোল করেন, রবার্টো ফিরমিনো, সাইদু মানে, মোহাম্মদ সালাহ ও ড্যানিয়েল স্টুরিজ।

এদিন ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত আধিপত্য বিস্তার করে খেলে ইয়র্গান ক্লপের শিষ্যরা। বরং আরও কয়েকটি গোল থেকে বঞ্চিত হতে হয় স্বাগতিকদের। তবে শেষ পর্যন্ত এক হালি গোলের উৎসব করে মাঠ ছাড়ে তারা।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ২৮ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।