ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

ফুটবল

লিভারপুলের বিপক্ষে ফিরছেন সানচেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, আগস্ট ২৪, ২০১৭
লিভারপুলের বিপক্ষে ফিরছেন সানচেজ ছবি: সংগৃহীত

ইনজুরি কাটিয়ে লিভারপুলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে ২০১৭-১৮ সিজন শুরু করতে প্রস্তুত আলেক্সিস সানচেজ। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার বিষয়টি নিশ্চিত করেছেন। চিলিয়ান তারকাকে ছাড়া ইতোমধ্যেই দু’টি লিগ ম্যাচ শেষ করেছে গানাররা।

অনুশীলনে পেটে আঘাত পাওয়ায় লিচেস্টার সিটির বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচেই ছিটকে যান সানচেজ। এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ১২ আগস্টের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় পায় ওয়েঙ্গারের শিষ্যরা।

কিন্তু স্টোক সিটির মাঠে ১-০ গোলে হারের হতাশায় ডোবে সানচেজবিহীন আর্সেনাল। দুই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ১১তম। টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড।

আগামী রোববার (২৭ আগস্ট) আর্সেনালকে আতিথ্য দেবে অল রেডসরা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়। এক প্রেস কনফারেন্সে ওয়েঙ্গার বলেন, ‘সানচেজ খেলার জন্য প্রস্তুত। আমাকে এই সিদ্ধান্তটা নিতে হবে। সব মিলিয়ে সে ভালো পর্যায়ে রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ২৪ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।