ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ফুটবল

ইংল্যান্ড দলে ব্রাত্যই রইলেন রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, মে ২৫, ২০১৭
ইংল্যান্ড দলে ব্রাত্যই রইলেন রুনি ওয়েইন রুনি/ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে ওয়েইন রুনির ভবিষ্যৎ হুমকির মুখে! আবারো ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ এ ফরোয়ার্ড। বিশ্বকাপ বাছাইপর্ব ও প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ২৫ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি ৩১ বছর বয়সী রুনির।

আগামী ১০ জুন (শনিবার) বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডের মুখোমুখি হবে রুনিবিহীন ইংল্যান্ড। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১০টায়।

পাঁচ ম্যাচ (৪ জয় ও ১ ড্র) শেষে ১৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে ইংলিশরা। তিনদিন পর ফ্রান্সের মাঠে প্রীতি ম্যাচ (মঙ্গলবার দিবাগত রাত ১টা)।

এর আগে গত মার্চে রুনিকে দলের বাইরে রাখেন কোচ গ্যারেথ সাউথগেট। এবারও সুযোগ মেলেনি। ব্রাত্যই রইলেন জাতীয় দলের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার (৫৩)। ঘরোয়া ফুটবলে ম্যাচ ঘাটতির কারণেই মূলত রুনিকে পরিকল্পনার বাইরে রাখা হচ্ছে।

সবশেষ গত বছরের নভেম্বরে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলেছিলেন রুনি। ইতোমধ্যেই নিশ্চিত করেছেন রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। কিন্তু, জাতীয় দলে নিয়মিত হওয়াটাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ক্লাব ফুটবলেও রুনিকে লড়াই করতে হচ্ছে। হোসে মরিনহোর পরিকল্পনায় ২০১৬-১৭ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫টি ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন। গোল করেছেন ৫টি। সবশেষ আয়াক্সের বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালে শেষদিকে বদলি খেলোয়াড় হিসেবে নেমে শিরোপা উদযাপন করেন।

রুনি ছাড়াও দলে আবারো বাদের তালিকায় আর্সেনাল ফরোয়ার্ড থিও ওয়ালকোট। অন্যদিকে, প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন টটেনহাম রাইটব্যাক কাইরান ত্রিপিয়ার। আরেক অভিষিক্ত মিডলসব্রো ডিফেন্ডার বেন গিবসন।

ইংল্যান্ড স্কোয়াড:
গোলরক্ষক: জ্যাক বাটল্যান্ড, ফ্রেজার ফর্স্টার, জো হার্ট, টম হিটন।

ডিফেন্ডার: রায়ান বার্টর‌্যান্ড, গ্যারি কাহিল, নাথানিয়েল ক্লাইন, অ্যারন ক্রেসওয়েল, বেন গিবসন, ফিল জোনস, ক্রিস স্ম্যালিং, জন স্টোনস, কাইরান ত্রিপিয়ার, কাইল ওয়াকার।

মিডফিল্ডার: ডেলি আলী, এরিক ডায়ার, অ্যাডাম লাল্লানা, জেসে লিনগার্ড, জেক লিভারমোর, অ্যালেক্স ওক্সলেড চেম্বারলিন, রাহিম স্টার্লিং।

ফরোয়ার্ড: জার্মেইন ডিফো, হ্যারি কেন, মার্কাস রাশফোর্ড, জেমি ভার্ডি।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ২৫ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।