ঢাকা, শনিবার, ২২ চৈত্র ১৪৩১, ০৫ এপ্রিল ২০২৫, ০৬ শাওয়াল ১৪৪৬

ফুটবল

ফাইনালে জিতবে জার্মানি: রোবেন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪
ফাইনালে জিতবে জার্মানি: রোবেন

নেদারল্যান্ডের তারকা খেলোয়াড় এ্যারিয়েন রোবেন জার্মানির হাতে বিশ্বকাপ দেখতে পাচ্ছেন। তিনি বলেন, রোববারের ফাইনালে জার্মানরাই জিতবে।



পেনাল্টিতে আর্জেন্টিনার বিপক্ষে হারার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জার্মানি কাপ জিততে যাচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর্জেন্টিনা কোনো সুযোগই পাবে না।

undefined


শনিবার ভ্যান গলের দল ব্রাজিলের সঙ্গে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে। আর্জেন্টিনার বিপক্ষে পেনাল্টিতে হেরে যাওয়া সম্পর্কে তিনি বলেন, পেনাল্টি কখনো ম্যাচের জয়-পরাজয় নির্ধারক হতে পারে। তারপরও বলব আমাদের ভাগ্য সহায় হয়নি। এটা খেলারই অংশ।

দলের প্রশংসা করে বিশ্বকাপের অন্যতম এই সেরা খেলোয়াড় বলেন, আমরা সফলভাবে টুর্নামেন্ট শেষ করতে পেরেছি। যা অর্জন করেছি তা নিয়ে আমি গর্বিত। নিজেদেরকে আমরা মেলে ধরতে পেরেছি।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ‍জুলাই ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।