সৌদি সুপার কাপের ২০২৬-২৭ আসরে খেলার যোগ্যতা অর্জন করলেও অংশ নিতে পারবে না আল হিলাল। এবারের আসর থেকে নাম প্রত্যাহারের কারণে টুর্নামেন্টের সর্বশেষ আসরের চ্যাম্পিয়নকে এক বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি গুনতে হবে ৫ লাখ সৌদি রিয়াল (প্রায় ১ লাখ ৩৩ হাজার ডলার) জরিমানা।
গত মাসে ক্লাব বিশ্বকাপে খেলার পর ক্লান্তি ও ব্যস্ত সূচির অজুহাতে এবারের সৌদি সুপার কাপ থেকে সরে দাঁড়ায় আল হিলাল। ক্লাব বিশ্বকাপে চমক দেখিয়ে তারা পৌঁছেছিল কোয়ার্টার-ফাইনালে, যেখানে হেরে যায় ব্রাজিলের ফ্লুমিনেন্সের কাছে।
আগামী ১৯ থেকে ২৩ আগস্ট হংকংয়ে অনুষ্ঠিত হবে সৌদি সুপার কাপ। সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ এবং কিংস কাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিয়ে আয়োজিত হয় এই টুর্নামেন্ট।
আল হিলাল সরে দাঁড়ানোয় এবারের আসরে তাদের জায়গা নিয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আল আহলি। গত মৌসুমে সৌদি প্রো লিগ ও কিংস কাপ দুটিরই শিরোপা জয় করেছিল আল ইত্তিহাদ। ফলে লিগে তৃতীয় হওয়া আল নাসরও এবার খেলছে সুপার কাপে।
১৯ আগস্ট আল ইত্তিহাদ ও আল নাসরের ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। পরদিন মাঠে নামবে আল আহলি ও আল কাদসিয়াহ।
আরইউ