ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

ফুটবল

মার্তার জাদু, পেনাল্টির রোমাঞ্চ—আবারও কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, আগস্ট ৩, ২০২৫
মার্তার জাদু, পেনাল্টির রোমাঞ্চ—আবারও কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল কোপা আমেরিকার শিরোপা হাতে ব্রাজিলের মেয়েদের উল্লাস/সংগৃহীত ছবি

নারী কোপা আমেরিকার এক রোমাঞ্চকর ফাইনালে কলম্বিয়াকে পেনাল্টিতে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন হলো ব্রাজিল। ইকুয়েডরের রাজধানী কুইটোতে অনুষ্ঠিত এই ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে স্কোরলাইন ছিল ৪-৪।

এরপর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে শিরোপা ধরে রাখে ব্রাজিল।

এস্তাদিও রদ্রিগো পাজ দেলগাদো স্টেডিয়ামে ফাইনালে তিনবার এগিয়ে গিয়েছিল কলম্বিয়া। তবে প্রতিবারই ফিরে এসেছিল ব্রাজিল। শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা ব্রাজিল কিংবদন্তি মার্তা ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

২৫ মিনিটে লিন্ডা কাইসেদোর গোলে এগিয়ে যায় কলম্বিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান অ্যাঞ্জেলিনা।

৬৯ মিনিটে নিজেদের ভুলে আবার পিছিয়ে পড়ে ব্রাজিল। ডিফেন্ডার তারসিয়ানে ভুলে একটি ব্যাকপাস দেন, কিন্তু গোলরক্ষক লোরেনা তখন বল ধরতে এগিয়ে এসেছিলেন। ফলে হয় আত্মঘাতী গোল।

৮০ মিনিটে আমান্দা গুতিয়েরেস গারবেলিনির পাস থেকে দুর্দান্ত গোল করে ম্যাচে ফেরান ব্রাজিল। তবে এরপরই দ্রুত কাঁটাতারে ছুটে এসে গোল করেন কলম্বিয়ার মাইরা রামিরেজ, ৩-২ এগিয়ে যায় কলম্বিয়া।

আবারও ফিরে আসেন মার্তা। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে দুর্দান্ত গোল করে ম্যাচ নিয়ে যান অতিরিক্ত সময়ে। এরপর ১০৫ মিনিটে অ্যাঞ্জেলিনার পাস থেকে আবারও মার্তা গোল করলে মনে হচ্ছিল ম্যাচ জিতে যাচ্ছে ব্রাজিলই।

কিন্তু শেষ কথা তখনও বাকি। ১১৫ মিনিটে লেইসি সান্তোস দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে ম্যাচে ফিরিয়ে আনেন কলম্বিয়াকে।

পেনাল্টি শুরুর দিকে অ্যাঞ্জেলিনা মিস করায় এগিয়ে যায় কলম্বিয়া। তবে পরে মানুয়েলা পাভি মিস করেন এবং ব্রাজিল গোলরক্ষক লোরেনা লেইসি সান্তোসের শট ঠেকান।

শেষে মার্তার শট ঠেকিয়ে দেন কলম্বিয়ার কিপার, ফলে ম্যাচ গড়ায় সাডেন ডেথে। সেখানেই কলম্বিয়ার জোরলিন কারাবালি মিস করলে জয়ের উল্লাসে ফেটে পড়ে ব্রাজিল দল।

ম্যাচ শেষে ব্রাজিলের গুতিয়েরেস বলেন, 'এটা অনেক কিছু বোঝায়। ব্রাজিল মানেই হার না মানা মানসিকতা। সবাই এমন একটি ম্যাচেরই দাবিদার ছিল। কলম্বিয়াকেও অভিনন্দন জানাই। '

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।