ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

ফুটবল

সমর্থকদের অসদাচরণে পিএসজিকে মোটা অঙ্কের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, আগস্ট ১, ২০২৫
সমর্থকদের অসদাচরণে পিএসজিকে মোটা অঙ্কের জরিমানা

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সমর্থকদের অসদাচরণের কারণে শাস্তি পেয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ক্লাবটিকে মোটা অঙ্কের জরিমানা করেছে।

গত মে মাসে জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে পিএসজি। ম্যাচ শেষে উদযাপনে সমর্থকদের মাঠে প্রবেশ, আতশবাজি পোড়ানো, জিনিসপত্র নিক্ষেপ, সম্পত্তি নষ্ট করা এবং অশালীন বার্তা প্রদর্শনের মতো ঘটনাগুলো ঘটে।

শেষ বাঁশি বাজার পর হাজার হাজার সমর্থক মাঠে ঢুকে পড়েন। গোলপোস্টের পেছন দিয়ে সমর্থকদের ভিড়ে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় নিরাপত্তাকর্মীদের।

উয়েফা বৃহস্পতিবার এক বিবৃতিতে পিএসজির শাস্তির ঘোষণা দেয়। সমর্থকদের মাঠে প্রবেশ এবং আতশবাজি ব্যবহারের অভিযোগে ক্লাবটিকে এক লাখ ৪৮ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।

এছাড়া উয়েফা প্রতিযোগিতায় পিএসজির একটি অ্যাওয়ে ম্যাচে সমর্থকদের টিকিট বিক্রির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এই শাস্তি দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।