ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

ফুটবল

টাকার অভাবে জাভিকে ফিরিয়ে দিল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, জুলাই ২৫, ২০২৫
টাকার অভাবে জাভিকে ফিরিয়ে দিল ভারত ছবি: সংগৃহীত

বার্সেলোনা ও স্পেনের কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ ভারতীয় জাতীয় দলের কোচ হতে চেয়েছিলেন। তবে বাজেট সংকটে তার সেই ইচ্ছেপূরণ সম্ভব হয়নি।

আর্থিক সীমাবদ্ধতার কারণে তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জাভির কোচ হওয়ার আগ্রহের খবর নিশ্চিত করেছেন নামকরা ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো। তবে এআইএফএফ টেকনিক্যাল কমিটির এক সদস্য জানিয়েছেন, প্রস্তাবটা যতটা আকর্ষণীয়ই হোক, ফেডারেশন তা মেনে নেওয়ার মতো অবস্থানে ছিল না।

সর্বশেষ বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব পালন করেন জাভি। ২০২১ সালে ক্লাবটির ডাগআউটে আসেন তিনি। ২০২৪ সালের ট্রফিহীন মৌসুমের পর তাকে ছাঁটাই করে বার্সা বোর্ড। এর আগে কাতারের আল-সাদের কোচ হিসেবে কাজ করেন ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত।  

পাসিং ফুটবলের বরপুত্র জাভি বার্সার হয়ে জিতেছেন আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি। আন্তর্জাতিক পর্যায়ে ২০১০ বিশ্বকাপ ও ২০০৮ ও ২০১২ ইউরো জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

জাভির মতো একজন হাই-প্রোফাইল কোচ আবেদন করলেও এআইএফএফ এখন তাকাচ্ছে নিজেদের আর্থিক সক্ষমতার দিকে। এক ভার্চুয়াল বৈঠকে ১৭০টি আবেদন থেকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে তিনজনকে। তারা হলেন, ভারতের খালিদ জামিল, ইংল্যান্ডের স্টিফেন কনস্টানটাইন এবং স্লোভাকিয়ার স্তেফান তারকোভিচ।

স্প্যানিশ কোচ মানোলো মার্কেজকে চলতি মাসেই কোচের পদ থেকে সরিয়ে দিয়েছে ফেডারেশন। নতুন কোচ নির্বাচন এখন সময়ের ব্যাপার মাত্র।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।