লিভারপুলের সাবেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো নতুন ঠিকানা খুঁজে পেয়েছেন কাতারে। তিনি দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন দেশটির সবচেয়ে সফল ক্লাব আল সাদে।
ফিরমিনো এর আগে খেলছিলেন সৌদি আরবের আল আহলিতে, যেখানে গত মৌসুমে তিনি জিতেছেন এএএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট শিরোপা—এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব টুর্নামেন্ট। আল আহলির হয়ে ৬৫ ম্যাচে ২১ গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছেন তিনি।
২০২৩ সালে লিভারপুলের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের ইতি টেনে তিন বছরের চুক্তিতে সৌদি ক্লাবে যোগ দেন ফিরমিনো। এবার এক বছর পর কাতারে পাড়ি জমালেন নতুন অভিযানে।
কাতারের ঘরোয়া ফুটবলে সবচেয়ে সফল ক্লাব আল সাদ—যাদের ঝুলিতে রয়েছে ১৮টি লিগ শিরোপা। বর্তমানে ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন কাতার ও ইকুয়েডরের সাবেক জাতীয় দলের কোচ ফেলিক্স সানচেজ।
লিভারপুলে ফিরমিনো ছিলেন ইয়ুর্গেন ক্লপের বিখ্যাত ফ্রন্ট-থ্রির গুরুত্বপূর্ণ অংশ, যেখানে তার সঙ্গে ছিলেন মোহামেদ সালাহ ও সাদিও মানে। ২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত অ্যানফিল্ডে কাটানো আট মৌসুমে তিনি লিভারপুলের হয়ে ৩৬২ ম্যাচে করেন ১১১ গোল, জেতেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ ও কারাবো কাপ।
জাতীয় দলের জার্সিতেও কম নন এই ফরোয়ার্ড। ব্রাজিলের হয়ে ৫৫ ম্যাচে করেছেন ১৭ গোল। যদিও সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২১ সালে।
এমএইচএম