ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

ফুটবল

বাংলাদেশ-মরক্কো প্রীতি ম্যাচের প্রস্তাব দিলেন ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, জুলাই ২, ২০২৫
বাংলাদেশ-মরক্কো প্রীতি ম্যাচের প্রস্তাব দিলেন ক্রীড়া উপদেষ্টা সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে মরক্কো জাতীয় দলের একটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বুধবার (২ জুলাই) মরক্কোর রাজধানী রাবাতে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন (FRMF) পরিদর্শনের সময় তিনি এই প্রস্তাব দেন।

পরিদর্শনকালে উপদেষ্টাকে মরক্কো ফুটবল ফেডারেশনের আধুনিক ফুটবল কমপ্লেক্স ঘুরিয়ে দেখানো হয়। এতে ছিল উন্নত প্রশিক্ষণ মাঠ, আধুনিক মেডিকেল ও পুনর্বাসন কেন্দ্র, ফিটনেস ইউনিটসহ অন্যান্য ক্রীড়া অবকাঠামো।

ফেডারেশনের সেক্রেটারি জেনারেল তারিক নাজেম এবং ডিরেক্টর হাসান খারবোশ এ সময় তাকে স্বাগত জানান এবং মরক্কোর ফুটবল কাঠামো, খেলোয়াড় উন্নয়ন কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

আলোচনায় দুই দেশের ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে। ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের ফুটবলের উন্নয়নে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়।

আসিফ মাহমুদ মরক্কোর আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান এবং দেশটির ফুটবল সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, 'বাংলাদেশে মরক্কো জাতীয় দলের প্রচুর ভক্ত রয়েছে, বিশেষ করে সাম্প্রতিক ফিফা বিশ্বকাপে তাদের দুর্দান্ত পারফরম্যান্সের পর। '

এই প্রেক্ষাপটে তিনি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব দেন, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করবে বলে মন্তব্য করেন।

এছাড়া বাংলাদেশের ফুটবলে আন্তর্জাতিক মানের একটি ইকোসিস্টেম গড়ে তুলতে মরক্কোর অভিজ্ঞতা, পরামর্শ ও দৃষ্টিভঙ্গি কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

উভয়পক্ষই আশা প্রকাশ করে, এই পরিদর্শন হবে বাংলাদেশ ও মরক্কোর মধ্যে ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার একটি কার্যকর ও টেকসই সূচনা।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।