ফিফা র্যাংকিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারানো মোটেই সহজ কাজ নয়। তবে সেই কঠিন কাজটি সেরে বাছাই পেরিয়ে মূল পর্বের পথে এগিয়ে গেল বাংলাদেশ নারী ফুটবল দল।
এএফসি উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ের ‘সি’ গ্রুপের ম্যাচে বুধবার ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। দুই অর্ধে একটি করে গোল করেছেন ঋতুপর্ণা। দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে একটি গোল শোধ করেছে মিয়ানমার।
তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে বাছাই শুরু করেছিল মিয়ানমার। আজকের হারে তাদের পয়েন্ট ৩-ই রয়ে গেল। আর বাহরাইনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৭-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। দুই জয়ে বাংলাদেশের পয়েন্ট হলো ৬। গ্রুপের শীর্ষেও তারা। ফলে আজকের জয়ে গ্রুপ সেরা হয়ে মূল পর্বে টিকিট পাওয়ার দাবিদার হলো বাংলাদেশের মেয়েরা।
আগামী শনিবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে পা না হড়কালে এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত হবে আফঈদাদের।
গুরুত্বপূর্ণ ম্যাচটির শুরু থেকেই বেশ সাবলীল ফুটবল খেলে বাংলাদেশের মেয়েরা। অষ্টাদশ মিনিটে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে চেয়েছিলেন শামসুন্নাহার জুনিয়র। কিন্তু বক্সের ভেতরে ফাউলের শিকার হন তিনি। ফ্রি-কিক নেন ঋতুপর্ণা। তবে তার কিক মিয়ানমারের রক্ষণে প্রতিহত হলে তার ফিরতি নিচু শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে যায়। আনন্দে মেতে উঠে বাংলাদেশের খেলোয়াড়রা।
৬ মিনিট পরে বাম প্রান্ত থেকে ঋতুপর্ণার ক্রসে ছোট বক্সের ভেতরে শামসুন্নাহার জুনিয়র ট্যাপ করলেও বল পোস্টে লেগে প্রতিহত হয়। ৩৭তম মিনিটে অল্পের জন্য গোল হজম করেনি বাংলাদেশ। আক্রমণ ঠেকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন রুপনা। তবে ক্লিয়ার করতে পারেননি তিনি। বল চলে যায় খিন মো মো তুনের পারে। তবে মিয়ানমার অধিনায়কের শট বাইরে দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধের যোগ করা সময়ে মিয়ানমারের একটি আক্রমণ ব্যর্থ হয় ক্রসবারে লেগে।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের রক্ষণে চাপ বাড়ায় মিয়ানমার। তবে শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকাররা প্রতিপক্ষের প্রচেষ্টা দারুণভাবে প্রতিহত করেন।
৭২তম মিনিটে ম্যাচে আসে ঋতুপর্ণার দ্বিতীয় গোল। বক্সের একটু উপর থেকে বল নিয়ে কিছুটা দৌড়ে এক ডিফেন্ডারের সামনে থেকে বাম পায়ে শট নেন ঋতুপর্ণা। বল হাওয়ায় ভেসে গোলরক্ষককের মাথার উপর দিয়ে জালে জড়ায়।
বাংলাদেশ যখন উৎসবের প্রস্তুতি নিচ্ছে, তখন মরিয়া মিয়ানমার ম্যাচে ফেরার সুযোগ পায়। সতীর্থের আড়াআড়ি ক্রসে আনমার্কড থাকা উইন উইন নিখুঁত শটে রুপনাকে পরাস্ত করেন। তবে এরপর আর বিপদ হতে দেয়নি বাংলাদেশের মেয়েরা।
এমএইচএম