ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

ফুটবল

‘ভুয়া, ভুয়া’—দর্শকদের দুয়ো শুনলেন কাবরেরা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৫, জুন ৩০, ২০২৫
‘ভুয়া, ভুয়া’—দর্শকদের দুয়ো শুনলেন কাবরেরা কোচিং স্টাফদের নিয়ে ট্রায়াল দেখছেন কাবরেরা/ছবি: বাফুফে

জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর স্বপ্ন নিয়ে দেশে এসেছেন বিশ্বের নানা প্রান্তে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী ফুটবলাররা। তাদের যাচাই-বাছাইয়ের জন্য তিনদিনব্যাপী ট্রায়াল আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শেষ দিনে ঢাকা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা—দর্শকদের দুয়ো শুনতে হয় বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরাকে।

প্রায় ৪০ জন প্রবাসী ফুটবলারকে দুটি বয়সভিত্তিক দলে ভাগ করে আয়োজন করা হয় দুটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে হাজির হন প্রায় পাঁচশ দর্শক। মাঠে ছিলেন জাতীয় দলের কোচিং স্টাফ, কর্মকর্তাসহ বাফুফের সংশ্লিষ্ট ব্যক্তিরাও।

তবে ম্যাচ শেষে গ্যালারির একাংশ ক্ষোভে ফেটে পড়ে। কোচ কাবরেরা মাঠ ছাড়ার সময় দর্শকদের মুখে ধ্বনিত হয়—“ভুয়া, ভুয়া – কাবরেরা ভুয়া!”, “আমার সোনার বাংলায় সিন্ডিকেটের ঠাঁই নাই!”, “দলে দলে খবর দে, সিন্ডিকেটের কবর দে!”

এমন পরিস্থিতিতে কাবরেরা দ্রুত স্টেডিয়াম ত্যাগ করেন। মিডিয়া তার প্রতিক্রিয়া জানতে চাইলেও তিনি মন্তব্য না করেই বেরিয়ে যান। কোচ চলে যাওয়ার পরও আরও প্রায় ১৫ মিনিট ধরে গ্যালারিতে ‘ভুয়া’ স্লোগান অব্যাহত থাকে। এমনকি কিছু দর্শক ‘জিকো, জিকো’ বলে পুরোনো সময়ের জাতীয় দলের কোচ জিকোর নামও মুখে আনেন।

প্রসঙ্গত, কাবরেরা সদ্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শেষ করে দেশে ফিরে এই ট্রায়াল পর্যবেক্ষণ করতে এসেছিলেন। তিন দিন ধরেই মাঠে উপস্থিত ছিলেন তিনি ও তার স্টাফরা। তবে ট্রায়ালের শেষ দিনে এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে— হয়তো তা কল্পনাও করেননি এই স্প্যানিশ কোচ।

বাফুফের আয়োজিত প্রবাসী ফুটবলারদের এই উদ্যোগ মূলত ছিল ভবিষ্যৎ সম্ভাবনা যাচাইয়ের অংশ। ম্যাচ শেষে ছিল সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানও। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় চলে আসে গ্যালারির ‘ভুয়া’ ধ্বনি এবং সমর্থকদের হতাশা।

এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।