ঢাকা, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

ফুটবল

রোজা রেখেই মাঠে নামবেন ইয়ামাল, গড়বেন রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
রোজা রেখেই মাঠে নামবেন ইয়ামাল, গড়বেন রেকর্ড ছবি: সংগৃহীত

বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছে লামিনে ইয়ামাল। ফুটবলার হিসেবে যেমন তিনি ভক্ত সমর্থকদের কাছে প্রশংসিত।

গত কয়েকদিন আগে রোজা রেখে বার্সেলোনার হয়ে খেলা চলাকালীন রোজা রেখে তেমনি একজন মুসলিম হিসেবে মুসলমানদের কাছেও হয়েছিলেন প্রশংসিত। নিজের ধর্মের বিধি-বিধান অবশ্য মেনে চলেন এই তরুণ।  

তাইতো স্পেনের হয়ে খেলার সময়েও রোজা রাখবেন এই তারকা। তা যদি হয় তবে দেশটির জার্সিতে প্রথম ফুটবলার হিসেবে এই অর্জন থাকবে বার্সেলোনার এই তারকার। আগামী ২০ ও ২৩ মার্চ ন্যাশন্স লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে স্পেন। যেখানে রোজা রেখে খেলার সিদ্ধান্ত নিয়েছে ইয়ামাল।  

আর এতেই ইতিহাস গড়বেন তিনি। স্প্যানিশ গণমাধ্যম বলছে, স্পেনের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে তিনি আন্তর্জাতিক ম্যাচে রোজা রেখে খেলার নজির গড়বেন। এর আগেও অবশ্য দলের হয়ে খেলেছিলেন তিনি। তবে সেবার রাখেননি রোজা। এছাড়া আরও অনেক মুসলিম ফুটবলার স্পেনের হয়ে খেলেছিলেন। তবে মুসলিমদের জন্য পবিত্র মাসের কথা বিবেচনায় রেখে আগে রমজানে জাতীয় দলের কোনো ম্যাচ রাখা হতো না।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।