ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

আল হিলাল ছাড়লেন নেইমার, ফিরছেন সান্তোসে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৯, জানুয়ারি ২৮, ২০২৫
আল হিলাল ছাড়লেন নেইমার, ফিরছেন সান্তোসে ছবি: সংগৃহীত

লম্বা সময় ধরে গুঞ্জন চলছে নেইমারকে ছাড়তে যাচ্ছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। এবার সেটিই সত্যি হলো।

পারস্পরিক সম্মতিতে ব্রাজিলিয়ানের সঙ্গে চুক্তি বাতিল করল ক্লাবটি। এই ফরোয়ার্ডের পরবর্তী গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে তার শৈশবের ক্লাব সান্তোসকে।

এক বিবৃতিতে গতকাল আল হিলাল জানায়, ‘নেইমার আল হিলাল ক্যারিয়ারে যা দিয়েছেন সে জন্য তাকে ধন্যবাদ। আমরা তার সাফল্য কামনা করছি। ’ অনেক প্রত্যাশা নিয়েই পিএসজি থেকে ২০২৩ সালে সৌদিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। কিন্তু প্রত্যাশার পূরণ করতে পারেননি ইনজুরির কারণে। স্রেফ সাতটি ম্যাচ খেলেছেন তিনি।  

এদিকে গুঞ্জন চলছে এই সপ্তাহেই ব্রাজিলে উড়াল দেবেন নেইমার। সান্তোসের সঙ্গে ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ হবেন তিনি। এমনকি আগামী ৫ ফেব্রুয়ারি তাকে সান্তোসের জার্সি গায়ে মাঠেও দেখা যেতে পারে।

যদিও এমএলএস ক্লাবে যাওয়ার গুঞ্জনও উঠেছিল নেইমারের। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের কোনো ক্লাবে যোগ দিতে পারেন ব্রাজিল তারকা, শুরুতে এমনটা শোনা গেলেও পরে আলোচনায় আসে নেইমারের প্রথম ক্লাব সান্তোস। ব্রাজিলের ক্লাবটি জানায় তারা আশা করছে নেইমারে সান্তোসেই ফিরবেন।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।