ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

ফুটবল

এখনও নতুন কোচ খোঁজা শুরু করেনি বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, মার্চ ১, ২০২৪
এখনও নতুন কোচ খোঁজা শুরু করেনি বার্সেলোনা

ক্লাবের টানা ব্যর্থতায় প্রায় একমাসে আগে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন জাভি হের্নান্দেস। জানিয়েছেন মৌসুম শেষেই ছাড়বেন কাতালানদের।

তবে এখনও নতুন কোচ খুঁজছে না তারা। ক্লাবটির পরিচালক ডেকো জানান, এখনও সময় হয়নি কোচ খোঁজার।

মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন বলে ২৭ জানুয়ারি সংবাদমাধ্যমকে জানান জাভি। তখন নির্দিষ্ট কোনো কারণ না বললেও জানা যায় ক্লাব কর্তৃপক্ষের অসহায়তামূলক মনোভাবের কথা। এদিকে স্প্যানিশ কয়েকটি সংবাদমাধ্যম বলছে ইতোমধ্যে নতুন কোচ খোঁজা শুরু করেছে বার্সা। যদিও বিষয়টি উড়িয়ে দেন ডেকো।  

রেডিও কাতালুনিয়াকে বার্সা পরিচালক বলেন, ‘এটা নিয়ে কথা বলার কিছু নেই, কারণ আমরা এখনও নতুন কোচের খোঁজ শুরু করিনি। সেই সময় এখনও হয়নি। মৌসুম এখনও শেষ হয়নি। আমাদের সামনে আরও অনেক কিছু আছে। ’

কোচ তাহলে কবে খুঁজবেন? এই প্রশ্নের জবাবে ডেকো জানান আগামী মৌসুমের দল ও পরিকল্পনা চূড়ান্ত করার পরই। পরিকল্পনা অনুযায়ী কোচ খুঁজার ইচ্ছে তাদের।  

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মার্চ ০১, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।